ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামুতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
রামুতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল ও বাসের মধ্যে সংঘর্ষে হেলাল উদ্দিন নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টারপাড়া সুলতানিয়া নূরানী একাডেমির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন হেলাল। তার গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল স্টেশনে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মধ্যে সংর্ঘষে গুরুতর আহত হন হেলাল। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।