সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিভাগীয় কমিশনার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের চারটি ঘর পরিদর্শন করেন।
এসময় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, আগামীতে তালায় আরও ১০০ পরিবারকে জমি কিনে ঘর করে দেওয়া হবে।
পরে বিভাগীয় কমিশনার উপজেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসআই