ঢাকা: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন গুণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩২তম বোর্ড সভার সিদ্ধান্ত ও অর্থ বিভাগের সম্মতি অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার টাকার স্থলে ৩০ হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হলো।
ওই অনুদানের ব্যয়ভার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দ করা প্রচলিত বাজেট কোড থেকে নির্বাহ করা হবে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এমআইএইচ/জেএইচটি