বরগুনা: কালমেঘা ইউনিয়ন পরিষদের অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল হোসেন সরকার।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ১১টায় বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের প্রতিটি বাজার সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ইউনিয়ন চেয়ারম্যান স্থানীয় ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। ইউনিয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ হাট-বাজারগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হলে জনবহুল এসব হাট-বাজারে অপরাধ কর্মকাণ্ড অনেক কমে যাবে বলে মনে করেন অতিরিক্ত পুলিশ সুপার।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, কালমেঘা বাজার সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আনা হলো। এতে বিশাল এই হাটের পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছতে পারবে।
কালমেঘা ইউপি চেয়ারম্যান গোলাম নাসির বলেন, অনেক সময় সঠিক প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। এখন প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আর বেগ পেতে হবে না।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
কেএআর