ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোংলায় ১০ লাখ পোনাসহ ৯ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
মোংলায় ১০ লাখ পোনাসহ ৯ জেলে আটক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় আহরণ নিষিদ্ধ ১০ লক্ষ পাইস্যার পোনাসহ ৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ এই পোনা জব্দ করা হয়।

আটকরা হলেন, মো. হোসেন (২৫), রবিউল ইসলাম (৩৪), মাসুদ হোসেন (৩২), আবু জাফর (২৭), হাবিব হোসেন (৪২), আল আমিন (২৭), কোহিনুর (৩৫), শাহিনুর রহমান (২৫) ও রেজাউল ইসলাম (৩২)। আটক জেলেদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।

মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

ইউএনও কমলেশ মজুমদার বলেন, সারা বছরই নদীতে পাইস্যার পোনা শিকার নিষিদ্ধ। যেসব অসাধু জেলেরা পোনা শিকার করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিস সহায়ক মো. সাইফুল ইসলাম ও কোস্টগার্ডের অভিযানকারী দলের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।