ঢাকা: বিএনপির নেতাদের মুখে মানবাধিকারের কথা মানায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ কথা বলেন।
জাতীয় সংসদের হুইপ বলেন, শেখ হাসিনার সরকারের সময় দেশের মানুষের ভাতের চাহিদাপূরণ হয়েছে। এখন পুষ্টি ও আমিষের চাহিদা মেটানোর চেষ্টা চলছে। আগে আমরা শুনতাম সোভিয়েত ইউনিয়নে বৃষ্টি হলে এ দেশের কমিউস্টরা ছাতা ধরত। এখন আমেরিকায় বৃষ্টি হলে বিএনপি দেশে ছাতা তুলতে দেরি করতে রাজি নয়।
বিএনপি নেতাদের উদ্দেশে স্বপন বলেন, আপনারা র্যাব নিয়ে কথা বলেন, গুম, ক্রসফায়ার নিয়ে কথা বলে। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। আপনাদের নেতার (জিয়াউর রহমান) শাসনামলে সেনাবাহিনীতে ১৯ বার ক্যু হয়েছে। হাজার হাজার আর্মি অফিসার খুন হয়েছে। আপনাদের মুখে মানবাধিকার শোভা পায় না।
র্যাব সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা রাক্ষায় র্যাব একটি নির্ভরতার প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আপনাদের লজ্জা হয় না। বিএনপি আজ পরাজিত বিদেশি শক্তিকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ জীবন নিয়ে এ দেশকে স্বাধীন করেছেন। কোনো পরাজিত শক্তির ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসকে/জেএইচটি