ঢাকা: রাজধানীর সুত্রাপুরে ভবনের ছাদে আটকে থাকা ঘুড়ি নামাতে গিয়ে সালভী আল জিহাদ (১০) নামের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত জিহাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। সে বাবা শাহ আলম ও মা জেসমিন আক্তারের সঙ্গে সুত্রাপুর অল্টার রোডের ওই ভবনে থাকতো।
দুই বোন, এক ভাইয়ের মধ্যে জিহাদ সবার ছোট। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জিহাদের খালু মো. মাসুম বলেন, বিকেলে সমবয়সী কয়েকজনের সঙ্গে জিহাদ ছাদে ওঠে। এ সময় সেখানে একটি ঘুড়ি আটকে ছিল। ওই ঘুড়ি নামাতে গেলে সাততলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় জিহাদ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, বিষয়টি সুত্রাপুর থানায় অবহিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এজেডএস/এনএসআর