ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানবসেবা উত্তম ইবাদত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
মানবসেবা উত্তম ইবাদত

চট্টগ্রাম ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।  
২৭ জানুয়ারি বৃহস্পতিবার অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন ট্রাস্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি’র) চেয়ারম্যান, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

 

শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে মানবসেবা উত্তম ইবাদত। সমাজে যারা সুবিধাবঞ্চিত অসহায় মানুষ রয়েছে তাদের জীবন যাত্রার মানোন্নয়ন করা এবং আর্তমানবতার পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।  

২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ন হাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, আজাদ দোভাষ, এসএম শাহাবুদ্দীন ও এইচএম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।