সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি আশ্রয়ণ প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে আশ্রয়ণ প্রকল্পের মনোরা রাজবংশীর ঘরে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডটি শর্ট সার্কিটের কারণে হয়েছে বলে জানা গেছে। এতে প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এসএফ/কেএআর