ঢাকা: ব্রাসেলসের প্রেসক্লাবে বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সেমিনার ও মানববন্ধনে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সেখানের বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (২৮ জানুয়ারি) দূতাবাসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।
দূতাবাস জানায়, বিএনপি দাবি করেছে বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে ক্ষমা করতে পারেন না। তবে দূতাবাস বলেছে, সেটা পুরোপুরি মিথ্যা। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যে কাউকে ক্ষমা করতে পারেন।
বিএনপি দাবি করেছে, রাজনৈতিক কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেওয়া হচ্ছে না। তবে দূতাবাস বলেছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি পুরোপুরি আইনগত ব্যাপার। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়।
বাংলাদেশের বিষয়ে সবাইকে সঠিক তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বিএনপির বেলজিয়াম শাখা ব্রাসেলস প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেমিনার ও মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
টিআর/কেএআর