মাদারীপুর: অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মাদারীপুর জেলার এক তরুণের মৃত্যু হয়েছে। ঝড়ো বাতাসে তিউনিউসিয়ার ভূমধ্যসাগরে থাকা অবস্থায় প্রচণ্ড ঠাণ্ডায় মারা যায় মাদারীপুরের তরুণ জয় তালুকদার।
জানা গেছে, গত ২২ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইঞ্জিনচালিত নৌকায় ইতালীর উদ্দেশে রওনা হয় মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের জয়সহ একই গ্রামের বেশ কয়েকজন। তিউনিসিয়ার ভূমধ্যসাগরে গেলে প্রবল ঝড়ো বাতাসের পর টানা ছয় ঘণ্টা বৃষ্টিপাতের কবলে পড়ে তারা। এ সময় নৌকার চালক দিক হারিয়ে ফেলে। পরে ইতালির পুলিশকে খবর দিলে তারা এসে সবাইকে উদ্ধার করে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় তার পরিবার।
এ সময় অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এর আগেই প্রচণ্ড ঠাণ্ডায় মারা যান জয়। একই এলাকার মিন্টু, প্রদীপ, টুটুল, তন্ময়, রিয়াজ ও সবুজ এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বড়াইলবাড়ী গ্রামের সোনামিয়া খানের ছেলে জামাল খান এলাকার যুবকদের ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যেক পরিবারের কাছ থেকে সাত লাখ টাকা করে নেয়। এ ঘটনার পর অভিযুক্ত দালাল জামাল খানের বাড়িতে গিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে জামাল মানবপাচারের সঙ্গে জড়িত রয়েছে বলেও এলাকায় বেশ গুঞ্জন রয়েছে।
নিহত জয়ের বাবা পলাশ তালুকদার বলেন, ধার-দেনা করে সাত লাখ টাকা দিয়েছি জামালকে। আমার ছেলে মারা গেল অথচ জামাল একটু খোঁজও নিলো না।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
আরএ