ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বসুন্ধরা সিমেন্টের হালখাতায় রিটেইলারদের মিলনমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
সাতক্ষীরায় বসুন্ধরা সিমেন্টের হালখাতায় রিটেইলারদের মিলনমেলা

সাতক্ষীরা: সাতক্ষীরায় বসুন্ধরা সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে।  

স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (২৮ জানুয়ারি) সাতক্ষীরা শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের রিটেইলারদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সাতক্ষীরার পরিবেশক আনোয়ার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ফিরোজা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ডিজিএম (ওয়েস্ট জোন) মো. পলাশ আক্তার।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, বসুন্ধরা সিমেন্টের খুলনা এরিয়ার ডেপুটি ম্যানেজার মো. আব্দুল গফুর সরকার, খুলনা এরিয়া সেলস্ ম্যানেজার মো. জিয়াউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, আনোয়ার ট্রেডিংয়ের এমডি মো. রুহুল আমিন মিঠু ও প্রকৌশলী মো. আব্দুর রশিদ।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন, শ্যামনগরের রিটেইলার ফারুক আহমেদ, কলারোয়ার রিটেইলার মো. নুরুজ্জামান ও আশরাফ হোসেন।  

মধ্যাহ্ন ভোজের পর বিকেলে সর্বোচ্চ বিক্রেতা হিসেবে শ্যামনগরের নওয়াবেকী বাজারের মেসার্স এম.এম ট্রেডার্সের স্বত্বাধিকারীকে একটি ১২৫ সিসি মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও জেলার ৩৫০ জন বসুন্ধরা সিমেন্ট বিক্রেতাকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।