ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মমেকে শিশুমৃত্যুর অভিযোগে নার্সকে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
মমেকে শিশুমৃত্যুর অভিযোগে নার্সকে মারধর

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোহান (৪) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নার্সকে মারধরের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে মমেক হাসপাতালের পুরাতন তিনতলা ভবনের ২৬ নম্বর ওয়ার্ড এ ঘটনা ঘটে।

নিহত শিশু রোহান মুক্তাগাছা উপজেলার মুজাহাটি গ্রামের মোহন মিয়ার ছেলে।

হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, গতকাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রোহানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের অনেক ডাকাডাকি করলেও তারা আসেনি। পরে চিকিৎসার অভাবে শিশুটির মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমি আক্তার নামে এক নার্সকে মারধর করে নিহত শিশুর চাচা সাব্বির মিয়া।  

এ ঘটনা অন্য চিকিৎসকরা এক জোট হয়ে শিশুর স্বজনদের মারধর করে ও আটকে রাখে।  

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম বলেন, অবহেলার কোনো ঘটনা ঘটেনি। চিকিৎসকরা অপারেশন থিয়েটারে ছিলেন। পরে ওই নার্স শিশুর কাছে গেলে নিহতের স্বজনরা তাকে মারধর করেন। তবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।