সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৫ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপির একটি টহল দল কালিয়ানী জেলে পুকুরে অভিযান চালায়। এ সময় পুকুরে পাওয়া একটি ব্যাগ থেকে ১৫ কেজি রুপা জব্দ করা হয়। অভিযান বিষয়টি টের পেয়ে চোরাকারবারীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ রুপাগুলোর বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। জব্দ রুপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এসআরএস