ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রমিকদের অবরোধে টঙ্গী-আশুলিয়া সড়কে তীব্র যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
শ্রমিকদের অবরোধে টঙ্গী-আশুলিয়া সড়কে তীব্র যানজট শ্রমিকদের অবরোধে টঙ্গী-আশুলিয়া সড়কে তীব্র যানজট।

সাভার (ঢাকা): টঙ্গীর একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিস থেকে বাসায় ফেরাসহ রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের যাত্রীরা দুর্ভোগে পরেছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো থেকে ধৌড় পর্যন্ত দুই লেনের প্রায় ৭ কিলোমিটার সড়কে যানজট দেখা গেছে।

আশুলিয়া ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেল থেকেই রাস্তার এই অবস্থা। যতটুকু সম্ভব যানজট নিরসনের ও গাড়িগুলো যেনো শৃঙ্খলাভাবে চলে সেটা নিশ্চিত করছি।

প্রসঙ্গ, টঙ্গী পশ্চিম থানা এলাকার এ্যাননটেক্স গ্রুপের সুপ্রভ স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিকেল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ধৌড় অংশে সড়ক অবরোধ করে রাখে।

আরও পড়ুন >>> বকেয়া বেতনের দাবিতে টঙ্গী-আশুলিয়া সড়ক অবরোধ

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।