ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিরাইয়ে আ.লীগের সম্মেলনে হামলার ঘটনায় গ্রেফতার ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
দিরাইয়ে আ.লীগের সম্মেলনে হামলার ঘটনায় গ্রেফতার ৪ 

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনায় এজহারনামীয় ৪ জন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।  

শনিবার (১৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দিরাই থানার এস আই তপন চন্দ্র দাস আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, বিদ্রোহী গ্রুপের বহিস্কৃত সাবেক মেয়র মোশাররফ মিয়ার মামাত ভাই উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল আলেকের ছেলে রহমত আলী, তাড়ল গ্রামের নুরে আলম চৌধুরী, চানপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাসের ছেলে সন্ঞ্জু দাস ও ঘাগটিয়া গ্রামের আফতাব আলীর ছেলে রায়হান মিয়া।

গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হামলা ও সংঘর্ষের তিনপর গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ কলিম উদ্দিন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়াসহ ৮১ জনকে আসামি করে দ্রুত বিচার আদালতের বিচারক সাইয়েদ মাহবুব হোসেনের আদালতে দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর মর্মে আদেশ দিয়ে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহারে জানা যায়, গত সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, ৩ সাংসদ সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া তার অনুসারীদের নিয়ে সম্মেলনের মঞ্চে সাবেক শিক্ষা মন্ত্রী নুরল ইসলাম নাহিদ, সুনামগঞ্জের ৩ সাংসদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তাদের হামলায় ৪০ জন নেতাকর্মী আহত হন।

বাংলাদেশ সময়:  ১০২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।