ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামেকে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ২২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
রামেকে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, ভর্তি ২২ ফাইল ছবি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আকাশ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আকাশের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়।

রোববার (২০ নভেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও পাঁচ জন। এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২২ জন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন তিন রোগী। তবে রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতালের পাঁচটি ওয়ার্ড ও আইসিইউতে তাদের চিকিৎসা চলছে।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় এখানে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হলো।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।