ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
নওগাঁয় ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক ছবি: সংগৃহীত

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে বুলবুল সিনেমা হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এরশাদ আলী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার শিবরামপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে বুলবুল সিনেমা হলের সামনে স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে অপরিচিতরা এসে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ ঘটনায় গতকাল (সোমবার) রাতেই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউসার প্রামানিক বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৫ জনের নাম উল্লেখ করে প্রায় ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলার ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে এই ঘটনার সাথে জড়িত এরশাদ আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সাথে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩০১, নভেম্বর ২২, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।