ময়মনসিংহ : ময়মনসিংহে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগে পদ সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে ২০২০ সালে পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশিরা। এ সময় কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে ৫৮ হাজার শিক্ষক নিয়েগের দাবি জানান তারা।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর টাউন হল সংলগ্ন জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন করেন তারা। এতে অংশগ্রহণ করেন কয়েক শত চাকরি প্রত্যাশি তরুণ-তরুণী।
মানববন্ধনে অনিক হাসান নামে এক চাকরি প্রত্যাশি বলেন, বর্তমানে দেড় লাখ পদ শূন্য আছে। বিগত সময়ে কতৃর্পক্ষ ৫৮ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিলেও এখন ৩২ হাজার নিয়োগের পরিকল্পনা চলছে। যা বেকারদের সাথে চরম বৈষম্য।
হযরত আলী নামের অপর চাকরি প্রত্যাশি বলেন, আমরা বৈষম্য চাই না। প্রচলিত নিয়মে মোট ভাইবা পরীক্ষার্থীর প্রতি ৩ জনে ১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হোক।
একই ধরনের বক্তব্য চাকরি প্রত্যাশি শুভ, আনোয়ার হোসেন, ফরিদা ইয়াসমিনসহ অন্যদের।
তারা জানায়, গত ৪ বছরে একটি নিয়োগও হয়নি। এতে অনেক চাকরি প্রত্যাশির বয়স শেষ হয়ে গেছে। এমতাবস্থায় মেধাক্রম অনুযায়ী ৫৮ হাজার শিক্ষক নিয়োগ হলে অনেকেই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। আশা করছি সরকারের উচ্চ মহল বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৪০৫, নভেম্বর ২২, ২০২২
এসআইএ