ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুলা তৈরিকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, নভেম্বর ২২, ২০২২
চুলা তৈরিকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে যুবকের মৃত্যু

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে চুলা তৈরিকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে আলমগীর খন্দকার (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ব্রজপুর গ্ৰামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১১টার দিকে বাড়িতে চুলা তৈরিকে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে আকতারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষই মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় আলমগীরকে কিলঘুষি ও লাঠিসোটা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফর রহমান বলেন, একটি চুলা তৈরিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আলমগীর মারা যান। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।