নারায়ণগঞ্জ : ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
এর আগে মঙ্গলবার দুপুর থেকেই বিক্ষোভ মিছিলে অংশ নিতে জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২ নম্বর রেলগেট এলাকায় জড়ো হন। এ সময় তারা নয়ন হত্যার বিচার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় এসে শেষ হয়।
তবে বিক্ষোভ মিছিল শুরুর আগে থেকে জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে কিছুটা ভীতি কাজ করলেও রবি সভাস্থলে উপস্থিত হয়ে তাদের সাহস দিয়ে জড়ো করেন। নেতাকর্মীদের একত্রিত করে জড়ো করার আগ পর্যন্ত জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে দেখা যায়নি বিক্ষোভ সমাবেশে। পরে নেতাকর্মীরা রবির নেতৃত্বে জড়ো হলে তারা এসে মাইক হাতে বক্তব্য দেন।
এ সময় জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপি নেতা রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এমআরপি/এসআইএ