ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জগন্নাথ হলের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, নভেম্বর ২৩, ২০২২
জগন্নাথ হলের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল সংলগ্ন ফুটপাথ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩২ বছর।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা জানান, খবর পেয়ে শেখ রাসেল টাওয়ারের বিপরীত পাশে অবস্থিত জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।