ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
ধামরাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ দুর্ঘটনাস্থল

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে মহাসড়কে দুই মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে আমিন মডেল টাউন কাঁচাবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের জয়পুরা এলাকার হসেম (২৪) ও গাজিপুর কোনাবাড়ির এলাকার বাসিন্দা রনি (২৫)। আহতরা হলেন- সোহেল রানা (২৫)ও রাজন (২৪)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে আমিন মডেল টাউন কাঁচাবাজারের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে মাঝ লেনে নবীনগরমুখী মোটরসাইকেলরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জমুখী দুইটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাশেম নামে একজন নিহত হন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রনি নামে অপর একজন মারা যান। বর্তমানে সোহেল এবং রাজন চিকিৎসাধীন রয়েছেন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, দুইটি মোটরসাইকেল হাইওয়ের মূল লেনে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন মারা গেছেন। লাশ উদ্ধারের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০২২
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।