ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ছাদে সৌদি পতাকা টানাতে গিয়ে কিশোর দগ্ধ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, নভেম্বর ২৭, ২০২২
ছাদে সৌদি পতাকা টানাতে গিয়ে কিশোর দগ্ধ  বিদ্যুৎস্পৃষ্ট: প্রতীকী ছবি

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বিশ্বকাপ উপলক্ষে বাড়ির ছাদে প্রিয় দল সৌদি আরবের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান (১৪) নামে এক কিশোর দগ্ধ হয়েছে।

রোববার (২৭ নভেম্বর)  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

দগ্ধ কিশোর উপজেলার আব্দুল্লাহপুর বাজারে একটি খাবার হোটেলে কাজ করতো। বিদ্যুৎস্পৃষ্টে তার হাত ও মুখ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে  তিনতলা একটি ভবনের ছাদে বাঁশের সঙ্গে সৌদি আরবের পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আরমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।