ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

বাংলানিউজ, ভালোবেসেই পাশে রইবো

সোলায়মান হাজারী ডালিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
বাংলানিউজ, ভালোবেসেই পাশে রইবো

ফেনী: সময়টা ২০১০ সালের মাঝামাঝি, টুকিটাকি স্থানীয় সাপ্তাহিক ও জাতীয় কিছু ম্যাগাজিনে লেখা-লেখি করি।

সাংবাদিকতায়ও ছিল সমান আগ্রহ।

তাই স্থানীয় সাংবাদিকদের সংস্পর্শে থেকে শুরু করেছি বিভিন্ন পত্রিকায় লেখা-লেখি।

ঠিক সে সময়েই বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার প্রাণ পুরুষ শ্রদ্ধেয় আলমগীর হোসেন স্যারের হাত ধরে পথচলা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

প্রথম থেকেই সংবাদ মাধ্যমটির রীতিমতো প্রেমে পড়ে যাই। স্বপ্ন ছিল যদি বাংলানিউজে কাজ করার।

এরই মধ্যে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে কাজ করার সুযোগ হয়েছে আমার। কিন্তু বাংলানিউজে কাজ করার স্পৃহা, আর স্বপ্ন রয়েই গেলো।
পথ খুঁজছিলাম কী করে স্বপ্নকে বাস্তব করা যায়। কিন্তু কোনই পথই খোলা দেখলাম না।

২০১৪ সালে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়্যারম্যান একরামুল হক একরামের হত্যাকাণ্ডের পর থেকেই দেশের মিডিয়া জুড়ে আলোচিত ছিল ফেনী। ঠিক ওই সময়টাতেই শুনলাম বাংলানিউজের ফেনী জেলা প্রতিনিধির পদ খালি আছে।

পুলকিত মনে যোগাযোগ করি বাংলানিউজ কার্যালয়ে। নিউজরুম থেকে বলা হলো নিয়মিত নিউজ পাঠাতে। নিউজ দেখে সিদ্ধান্ত নেবে বাংলানিউজ।
 
এরপর ২০১৪ সালের ২৩ মে থেকে বাংলানিউজের সঙ্গে পথচলা। একই বছরের ২০ অক্টোবর নিয়োগ পেলাম নিয়োগপত্র। হয়ে গেলাম বাংলানিউজের নিয়মিত কর্মী।

‍আনন্দে ওইদিন আত্মহারা হয়ে গিয়েছিলাম। এখন একটি মুহ‍ূর্তও বাংলানিউজকে ছাড়া থাকতে পারিনা।

‍যেখানেই যাই সংবাদ সাংবাদিকতা যেন আমার পিছু ছাড়ে না। চিন্তা শুধু একটাই কী করে সবার আগে সর্বশেষ সংবাদ পাঠাবো!

বছর খানেক বাংলানিউজের সঙ্গে পথচলতে গিয়ে অনেক কিছুই শিখেছি এবং শিখছি।

সফলতার ৫ বছর ফেরিয়ে ষষ্ঠ বছরে পদার্পণের দিনে শুধু বলতে চাই... ভালোবাসি বাংলানিউজ, ভালোবেসে থাকতে চাই।

লেখক: বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফেনী।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএ/

** এগিয়ে যাও বাংলানিউজ...
** বাংলানিউজেই আমার পরিচিতি
** সাংবাদিকতা শেখা ও করার মুগ্ধতায় বাংলানিউজ
** নিউজম্যানের গল্প

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।