ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, ডিসেম্বর ২৫, ২০২২
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা সোমবার

ঢাকা: আগামী সোমবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। এটাই হতে যাচ্ছে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলীর প্রথম সভা।

সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদে ১৭ সদস্যের সভাপতিমণ্ডলীর মধ্যে ১৬ জনের নাম ঘোষণা করা হয় ৷ সভাপতি ও সাধারণ সস্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় এর সদস্য সংখ্যা ১৯ জন ৷ নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর একটি পদ শূন্য রয়েছে।

বাংলাদেশ সময় ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসকে/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।