ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছায় সিক্ত লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছায় সিক্ত লিটন

রাজশাহী: দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রোববার (২৫ ডিসেম্বর) ঢাকায় ধানমন্ডির বাসভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

শুভেচ্ছা জানান, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, যুব মহিলা লীগের সাবেক অপু উকিল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু ও পরিচালকরা।  

আরও শুভেচ্ছা জানান, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. চিত্তরঞ্জন দাস, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাসিকের শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন ও রামেক ছাত্রলীগের সাবেক নেতারা।  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২

এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।