ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

পদযাত্রা শেষে ৪ বিএনপি নেতা আটক!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
পদযাত্রা শেষে ৪ বিএনপি নেতা আটক!

মাগুরা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করেছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ৩ নং কছুন্দী ইউনিয়ন বিএনপি এ পদযাত্রার আয়োজন করে।

পদযাত্রা শেষে কছুন্দি মাদরাসা মাঠে হয় সংক্ষিপ্ত সমাবেশ।

কছুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলীর সভাপত্বি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুজ্জামান ফারুক অভিযোগ করে বলেন, পদযাত্রা শেষে পুলিশ জেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মীর ইমন ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল আহম্মেদ, কৃষক দলের সদর থানা সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে চাউলিয়া ইউনিয়নের ধলহরা বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, যুবদল, ছাত্রদল,কৃষক দলের বা বিএনপির কোনো নেতাকর্মীকে পুলিশ আটক করেনি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।