সাভার (ঢাকা): ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলায় আবু সাঈদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকসহ অন্তত সাতজন।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নিহত আবু সাঈদের বাড়ি সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায়।
আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল। আহত বাকিদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বনগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল গ্রুপ ও জিয়া মঞ্চের নবগঠিত ঢাকা জেলা কমিটির ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সাভার থানা কমিটির সদস্য সচিব জাকির হোসেন গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এর জেরে প্রায়ই দুই গ্রুপের মধ্যে বাদানুবাদ চলছিল। জাকির গ্রুপের তাণ্ডবে দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন বাবুল। একই বিরোধে আজও বাবুলের ওপর হামলা চালায় জাকির গ্রুপ। হামলায় বাবুলসহ অন্তত সাতজন গুরুতর আহত হন। হামলার সময় ঠেকাতে গেলে বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকেও কুপিয়ে গুরুতর আহত করে জাকির গ্রুপ। পরে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, জাকির সুবিধাবাদী লোক। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলে যোগ দিয়ে নানা অপকর্ম করেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফ্যাসিবাদি সরকারের পতন হলে খোলস পাল্টে তিনি জিয়া মঞ্চে যোগ দেন। তিনি মূলত কোনো রাজনীতি করেন না। রাজনৈতিক দলের আশ্রয়ে দখলবাজি, চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্ম করে থাকেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ্ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। এখানে একজনের লাশ পেয়েছি। তার মাথায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত চিকিৎসাধীন। আমরা তদন্ত শুরু করেছি, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআই