ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা অন্ধকারে আলো নিয়ে এগিয়ে চলছেন: মতিয়া চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
শেখ হাসিনা অন্ধকারে আলো নিয়ে এগিয়ে চলছেন: মতিয়া চৌধুরী

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের নেত্রী জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার মানুষ যেন ক্ষুধায় অন্ন পায়, পরনের বস্ত্র পায়, শিক্ষার আলোয় আলোকিত হয়।

সেজন্য আমাদের প্রধানমন্ত্রী পরিশ্রম করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিদ্যানিকেতন হাই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক আত্মত্যাগ করে শেখ হাসিনাকে আজকের এই জায়গায় আসতে হয়েছে। তার পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করছেন। করোনায় আমাদের প্রধানমন্ত্রী খাবার ও ভ্যাকসিন পৌঁছে দিয়েছেন।  

তিনি আরও বলেন, অন্ধকারে আলো নিয়ে এগিয়ে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আলোর সঞ্চার করেছেন মানুষের জীবনে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমআরপি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।