ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

‘তথাকথিত জুলাই আন্দোলন’ বলার জন্য দুঃখপ্রকাশ ঢাবি ছাত্রদল সভাপতির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
‘তথাকথিত জুলাই আন্দোলন’ বলার জন্য দুঃখপ্রকাশ ঢাবি ছাত্রদল সভাপতির

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আয়োজিত মানবন্ধনে দেওয়া বক্তব্যে ‘সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির র-ও বোঝে না’ এবং ‘তথাকথিত জুলাই আন্দোলন’ শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

সোমবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি দুঃখপ্রকাশ করেন।

এর আগে ছাত্রদল নেতার এমন মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রতিবাদ জানায়।

গণেশের মন্তব্যের প্রতিক্রিয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান নিজের ফেসবুকে লেখেন, জুলাই আন্দোলন যাদের রাজুতে দাঁড়ানোর পথ উন্মুক্ত করে দিয়েছে, তারা রাজুতে দাঁড়িয়েই জুলাই আন্দোলনকে ‘তথাকথিত আন্দোলন’ বলেন।

ছাত্রদল নেতার মন্তব্যের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছাত্রদল সভাপতির এমন মন্তব্য শহীদদের রক্তকে অপমান, আহত ও পঙ্গুত্ব বরণকারী গাজীদের সঙ্গে প্রতারণা, এবং ছাত্র-জনতার আত্মত্যাগকে খাটো করে দেখার অপচেষ্টা ছাড়া আর কিছু নয় বলে উল্লেখ করে সংগঠনটি।
 
দুঃখপ্রকাশ করে ছাত্রদল সভাপতি ফেসবুক পোস্টে লেখেন, আমি বলতে চেয়েছিলাম সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির অনেক বিষয় নিয়ে মাথা ঘামায়নি, কেননা ফ্যাসিবাদের আমলে সে পরিবেশ ছিল না। কিন্তু অসাবধানতাবশত বলে ফেলেছি, সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির ‘র’ নিয়েও মাথা ঘামায় না।  

তিনি লেখেন, এ বাক্য দ্বারা আমি কখনোই সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা; বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশ্ন তুলিনি। আমি সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করি এবং আজীবন তা ধারণ করার জন্য বদ্ধপরিকর।

তিনি আরও লেখেন, দ্বিতীয়ত, বক্তব্যের একটি পর্যায়ে তথাকথিত শব্দটি অনেকটা অসাবধানতাবশত ‘জুলাই-আগস্টের আন্দোলন’ কথাটির আগে আমি উচ্চারণ করেছি। এই বিষয়ে আমি অত্যন্ত দুঃখিত। কারণ এ বিষয়ে বক্তব্য রাখার সময় আমার আরও বেশি সচেতন হতে হবে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এফএইচ/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।