ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনে বিএনপির ‘ঘোমটা পরা’ বহু প্রার্থী আসবে: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
সিটি নির্বাচনে বিএনপির ‘ঘোমটা পরা’ বহু প্রার্থী আসবে: ওবায়দুল কাদের

ঢাকা: আসন্ন পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বহু ‘ঘোমটা পরা’ প্রার্থী আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) বলেছে নির্বাচনে আসবে না। তারা প্রকাশ্যে নির্বাচনে আসে না। সিটি করপোরেশন নির্বাচনে তারা ঘোমটা পরে আসতে পারে। উকিল আব্দুস সাত্তার একজন নয়, এখন অনেক আছে। উকিল আব্দুস সাত্তারের অভাব নেই, তলে তলে কতজন যোগাযোগ করছে, অপেক্ষা করুন।

বিএনপির ভোটের বাজার খারাপ। নির্বাচন কমিশন আমাদের জিজ্ঞেস করে সিটি করপোরেশনের ভোটের তারিখ ঠিক করেনি। সিটি করপোরেশনগুলোর মেয়াদ পার হয়ে গেছে। তাই নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে তারিখ ঠিক করেছে। যথা সময়ে নির্বাচন করতে বিএনপির মাথা ব্যথা কেন? কি অসুবিধা যথা সময়ে নির্বাচন হলে?

তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে এসে লাভ কি তারা জানে। এখন হেরে গেলে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। জাতীয় নির্বাচনে হার অভিসম্ভাবী। সে কারণে এই নির্বাচনে তাদের ভয়। আজকে আমাদের দেশের রাজনীতিতে নতুন খেলা শুরু হয়েছে। এই খেলা চক্রান্তের খেলা, এই খেলা ষড়যন্ত্রের খেলা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে। বিএনপি জানে, আগামী নির্বাচনে শেখ হাসিনার জয় অনিবার্য।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, মনের জোর কমে গেছে; গলার জোর বাড়ছে। এখন প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত কথা বার্তা বলছে। কখনো মনে হয়, ফখরুলের কথা শুনে বেপরোয়া গাড়ি চালকের মতো, ফখরুল বেপরোয়া চালক। ফখরুল যেভাবে পদযাত্রা করে পদ হারিয়ে যেভাবে চলছে, তাতে যেকোনো দুর্ঘটনা ঘটে যাবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, কানাডার আদালত রায় দিয়েছে তারা সন্ত্রাসী দল। আর বিএনপি বলে সন্ত্রাসী দল আওয়ামী লীগ। এখন সন্ত্রাস করবে, এজন্য আওয়ামী লীগকে সন্ত্রাস বলে শুরু করেছে। সন্ত্রাস তারা করবে, তার প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।