ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মে দিবসে রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে আওয়ামী লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
মে দিবসে রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে আওয়ামী লীগ

ঢাকা: রোববার (১ মে) মহান মে দিবস। এ উপলক্ষে রাজধানীতে ব্যাপক শ্রমিক গণসমাবেশের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক এই শ্রমিক গণসমাবেশের কর্মসূচি নিয়েছে। এই সমাবেশে ব্যাপক গণজমায়েত নিশ্চিত করতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে ৷

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সোমবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের উদোগ এ  সমাবশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্ত্যে রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া এ সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

শ্রমিক লীগের বিভিন্ন বেসিক ইউনিয়ন ও ইউনিট থেকে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন বলে সংশ্লিষ্টরা জানান।

এছাড়া রাজধানীর থানা ওয়ার্ডগুলো থেকে ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতাকর্মীরাও এ সমাবেশে অংশ নেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ সমাবেশকে সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে ৷

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের এ সমাবেশ সফল করতে মহানগর দক্ষিণের নেতা কর্মীরা সহযোগিতা করছেন ৷ মহানগর দক্ষিণের নেতা কর্মীরাও শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে শ্রমিক লীগের এই সমাবেশে অংশ নেবেন ৷

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।