ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বরিশাল আওয়ামী লীগে বিভাজন নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
‘বরিশাল আওয়ামী লীগে বিভাজন নেই’

বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বরিশাল আওয়ামী লীগে কোনো দ্বন্দ্ব, বিভাজন নেই; যার প্রমাণ মিলেছে এই সিটিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বিপুল ভোটের বিজয়ে। এই শহরে বিগত দিনে না হওয়া সকল উন্নয়নমূলক কাজ ইনশাআল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে আমরা দুই ভাই মিলে করব।

মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টায় বরিশাল নগরের ১৫ নম্বর ওয়ার্ডের কালুশাহ
সড়ক এলাকায় নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এখানকার জনগণ আর বঞ্চিত হবে না। কারণ তারা সৎ, যোগ্য, নির্লোভ, নিরহংকারী ব্যক্তিকে তাদের মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। আমরা এখানে দলাদলি করতে আসিনি, নিজেদের মধ্যে বিবাধ করতেও আসিনি। আমরা চাই সারা দেশে চলমান উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে, তারই ধারাবাহিকতা থেকে বরিশালের জনগণ যাতে আর বঞ্চিত না হয়। সবাই মিলেই এই বরিশালকে একটি আধুনিক সমৃদ্ধশালী শান্তির শহরে রূপান্তর করা হবে।

এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ, ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাতসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।