‘পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যিনি দলের প্রতি ইমান হারাননি, দলের নির্দেশনা ভঙ্গ করেননি এবং তার জন ও গণভিত্তি রয়েছে আগামী নির্বাচনে দল এ রকম একজন মানুষকেই মনোনয়ন দেবেন বলে আমি বিশ্বাস করি। ’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শিবচর পৌর এলাকার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নব গঠিত উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা সোহেল রানা এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একেবারে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সমর্থক রয়েছে। আগামী নির্বাচনে মাদারীপুর-১ আসনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম এবং দেশ নায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন দলের সবাই একযোগে তার জন্য কাজ করবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিবচর বিএনপিকে সুসংগঠিত করতে আমরা দৃঢ়ভাবে কাজ করে যাবো। আমাদের মধ্যে যে ভেদাভেদ রয়েছে তা দূর করে সবাই একত্রিত হয়ে বিএনপির সব প্রোগ্রামে অংশ নেবো। তাছাড়া শিগগিরই তৃণমূল কমিটি গঠন করা হবে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন দল তাদের মূল্যায়ন করবে। এক্ষেত্রে আমাদের কমিটির যারা সিনিয়র রয়েছেন তারা সর্বোচ্চ যাচাই-বাছাই করে যাকে নির্বাচিত করবেন সেই দলে অন্তর্ভুক্ত হতে পারবে। কোনো হাইব্রিডদের সুযোগ হবে না।
বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নব গঠিত বিএনপির আহ্বায়ক কমিটি। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে শাহাদাত হোসেন খান আহ্বায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক জহের গোমেস্তা, শাহজাহান মোল্লা, সদস্য আবুল বাশার সিদ্দিকী, আজমল হুদা চৌধুরী, শামীম হাসান চৌধুরী, সিরাজুল ইসলাম, শহীদুর রহমান প্রমুখ।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, ৯ বছর পরে শিবচরে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। আমাদের নবগঠিত কমিটির প্রথম কাজ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা। আমরা দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করতে চাই। শিবচরে কোনো স্বৈরাচারের জায়গা হবে না।
এএটি