ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার পতনে মহাসমাবেশের প্রস্তুতি বিএনপির

তানভীর আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
সরকার পতনে মহাসমাবেশের প্রস্তুতি বিএনপির

ঢাকা: সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনে ইতোমধ্যে দুই দিনের পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলো।

প্রথম ধাপের কর্মসূচি শেষে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছিলেন বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনকারী জোটের লিয়াজোঁ কমিটি।

সেখানে ঠিক করা হয় পরবর্তী কর্মসূচি ও দিন-তারিখ।

বৈঠক সূত্রে জানা যায়, পদযাত্রার পর এবার মহাসমাবেশের ঘোষণা আসতে পারে। চলতি মাসেই ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তুতি রয়েছে।

শনিবার (২২ জুলাই) ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করবেন।  

প্রথম ধাপের পদযাত্রা কর্মসূচির পর পরবর্তী জোরালো কার্যক্রম ঠিক করতে বৃহস্পতিবার (২০ জুলাই) বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। সেখানে মহাসমাবেশের বিষয়টি উঠে আসে। পরবর্তীতে সমমনা কয়েকটি দলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে বিএনপি। সমমনাদের মতামতও নেন দলটির শীর্ষ নেতারা।  

সূত্র জানায়, ২৬, ২৭ অথবা ২৯ জুলাই বিএনপি মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে সমমনা অন্যান্য দলগুলোও সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দিতে পারে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।