ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

৪০০ গাড়িতে সাভার-ধামরাইয়ের আ. লীগ নেতা-কর্মীরা ঢাকার পথে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
৪০০ গাড়িতে সাভার-ধামরাইয়ের আ. লীগ নেতা-কর্মীরা ঢাকার পথে

সাভার (ঢাকা): রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে যোগ দিতে প্রায় চারশ গাড়ি নিয়ে সাভার-ধামরাই থেকে ঢাকার পথে রওনা হয়েছেন নেতা-কর্মীরা।  

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার চেকপোস্টে এসব গাড়ি দেখা যায়।

গাড়িতে থাকা নেতাকর্মীদের সরকার সমর্থিত বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে দেখা যায়।  

পুলিশের চেকপোস্টে আওয়ামী লীগের ব্যানার সংবলিত এবং নেতা-কর্মী বহনকারী কোনো যানবাহনেই তল্লাশি চালাতে দেখা যায়নি।

সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর বলেন, বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিতে চার শতাধিক গাড়ি যোগে নেতাকর্মী নিয়ে ঢাকার পথে রওয়ানা হয়েছি।

আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বাংলানিউজকে বলেন, আমরা দেড় শতাধিক বাস নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিতে যাচ্ছি। গাড়িগুলোতে প্রায় ৫ হাজার নেতা-কর্মী রয়েছেন। আমরা কোনো ষড়যন্ত্র হতে দেবো না।  

ধামরাই পৌর মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা বলেন, প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী নিয়ে দুই শতাধিক গাড়ির বহর নিয়ে সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। আমাদের গাড়ি বহর হেমায়েতপুর এলাকা ছেড়ে গেছে। পথে আমাদের আমাদের তল্লাশি করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৮ জুলাই, ২০২৩
এসএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।