ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আল্লাহকে সন্তুষ্ট করে মরতে চাই: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
আল্লাহকে সন্তুষ্ট করে মরতে চাই: শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, কখন চলে যাবো কেউ বলতে পারি না। মরতে আমাদের হবেই।

আমি আরও কিছুদিন থাকতে চাই কারণ আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। যেহেতু মরে যাবো তাই এমন কাজ করে যেতে চাই আল্লাহকে সন্তুষ্ট করে মরতে চাই। আপনারা খুশি হলেই আল্লাহ খুশি৷ যেন মৃত্যুর পর ভয় না লাগে।

বুধবার (১৬ আগস্ট) দিনব্যাপী ফতুল্লার বিভিন্ন স্পটে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও কাঙালি ভোজে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, রাজনীতিকে ব্যবসা হিসেবে নেইনি। আমার পরিবার অত্যন্ত ধনী ছিল। তবুও পঁচাত্তরের পর এক বেলা ভাত খেয়েছি আরেক বেলা খাইনি। এখন অনেকে হয়ত আমাকে খুশি করার জন্য অনেক কথা বলে। যদি মৃত্যুর পর তারা বলে যে আহারে লোকটা মারা গেল, সেটিই বড় পাওয়া।

তিনি বলেন, আল্লাহ যদি শেখ হাসিনাকে ক্ষমতায় আনে আমি যদি নির্বাচিত হই তাহলে এ এলাকার কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।