ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুমতি ছাড়াই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুমতি ছাড়াই

বগুড়া: বগুড়ায় প্রশাসনের অনুমতি ছাড়াই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ জামায়াত নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলাম।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা ঢাকা-রংপুর মহাসড়কের মোজামনগর থেকে মিছিলটি বের হয়ে নওদাপাড়াতে গিয়ে শেষ করে।

এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশ সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান। এ সময় জামায়াতে ইসলামী শহর শাখার বিভিন্ন ওয়ার্ড ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। পাশাপাশি সংগঠনটির আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে।  

এসময় সরকারের পদত্যাগ দাবি করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই নেতা।  

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, জামায়াতকে কোনো মিছিল বা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।  

বাংলাদেশ সময়:১৬৪৬  ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।