ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সৈয়দ সালাউদ্দিন জাকীর মৃত্যুতে জি এম কাদেরের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, সেপ্টেম্বর ১৯, ২০২৩
সৈয়দ সালাউদ্দিন জাকীর মৃত্যুতে জি এম কাদেরের শোক

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জি এম কাদের।

শোকবার্তায় জাতীয় পার্টি কো-চেয়ারম্যান বলেন, সৈয়দ সালাউদ্দিন জাকী চলচ্চিত্র নির্মাণে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার হাতে নির্মিত জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র গুলো গণমানুষের কথা বলেছে। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হলো।

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

আরও শোক প্রকাশ করেছেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।