ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

থার্ড টার্মিনাল উদ্বোধনের দিন আ. লীগের জনসমাবেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
থার্ড টার্মিনাল উদ্বোধনের দিন আ. লীগের জনসমাবেশ স্থগিত

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশ স্থগিত করা হয়েছে।  

অতিবৃষ্টির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনসমাবেশ স্থগিত করা হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়।

 

শনিবার (৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন হবে। নবনির্মিত এই থার্ড টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনালের উদ্বোধন উদযাপন উপলক্ষে এই দিন বিশাল জনসমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ।

শুক্রবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবারের (৭ অক্টোবর) কাওলা সিভিল এভিয়েশন মাঠের বিশাল জনসমাবেশ স্থগিতের নির্দেশ দিয়েছেন। সমাবেশটি আগামী ১৪ অক্টোবর বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।