ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সালথায় ভাওয়াল ইউনিয়নের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
সালথায় ভাওয়াল ইউনিয়নের কমিটি গঠন

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন কৃষক লীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা কৃষক লীগের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

 

ভাওয়াল ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত সভাপতি মো. মাসুদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লা।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

সভা শেষে সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা ও সাধারণ সম্পাদক আমিন খন্দকার ৬১ সদস্য বিশিষ্ট ভাওয়াল ইউনিয়ন কমিটি অনুমোদন দেন।  

এই কমিটির সভাপতি মো. মাসুদ মোল্লা এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।  

অন্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি আদেল মেম্বার, হিরু মোল্লা, আবুল কালাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মাতুব্বর, পলাশ শেখ সাংগঠনিক সম্পাদক শাহিন মাতুব্বর, হাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক ইকবাল মাতুব্বর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু মোল্লা, অর্থ সম্পাদক হিরু মাতুববর, দপ্তর সম্পাদক কামরুল মাতুব্বর, স্বাস্থ্য ও পরিবহনকল্যাণ সম্পাদক আলমগীর শেখ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফ ফকির।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।