ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপির ১০ নেতাকর্মী আটক  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, নভেম্বর ১, ২০২৩
মেহেরপুরে বিএনপির ১০ নেতাকর্মী আটক
 

মেহেরপুর: মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনের মতো দ্বিতীয় দিন বুধবারও (১ নভেম্বর) মেহেরপুর শান্ত রয়েছে।

দূরপাল্লার বাস না চললেও দোকানপাট ও স্থানীয় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।  

এদিকে নাশকতা ঠেকাতে মেহেরপুর জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে তিন উপজেলা থেকে বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে।

এর মধ্যে সদর থানায় চারজন, গাংনী থানায় পাঁচজন এবং মুজিবনগর থানায় একজনকে আটক করা হয়েছে।

আটক নেতাকর্মীরা হলেন- সদরের কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শামীম হোসেন (৪৫), মুজিবনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম (৩৬), বিএনপি কর্মী মো. এনামুল হক (৫৫), কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. তুহিন হোসেন (৪০), গাংনীর সাহারবাটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আসমাউল হুসনা (২৮), রায়পুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান (৫০), ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল হোসেন (৪৫), জুমাত আলী (৫০), সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. এডাম সুমন (৪০) এবং মুজিবনগরের মহাজনপুর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাব্দার আলী (৫৪)।

বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।