ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ীতে বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, নভেম্বর ১, ২০২৩
পলাশবাড়ীতে বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

গাইবান্ধা: অবরোধের দ্বিতীয় দিন গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


 
গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধা জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা (৫৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ (৩৬), বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান সরকার ছোটন (৩৫), বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আল-আমিন (৩৭), উপজেলা ছাত্রদলের সদস্য ইউসুফ মণ্ডল লেবু (২৫)।  

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তার ওই পাঁচজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।