ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনএমের চূড়ান্ত প্রার্থী তালিকায় সাবেক এমপি, শিল্পী-ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
বিএনএমের চূড়ান্ত প্রার্থী তালিকায় সাবেক এমপি, শিল্পী-ব্যবসায়ী বিএনএম দলের পতাকা

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮২ আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।  

এরমধ্যে আছেন সাবেক ৬ এমপি, শিল্পী, ব্যবসায়ী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দলটি নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ‘কিংস পার্টি’ নামে পরিচিতি পাওয়া দলটি ৩০০ আসনের মধ্যে মাত্র ৮২টি আসনে প্রার্থী দিতে পেরেছে।

প্রার্থী তালিকার বিষয়ে দলের মহাসচিব মো. শাহ্‌জাহান বলেন, বিভিন্ন আসন থেকে ৪৭৮ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে ৮২ জনকে চূড়ান্ত করেছি। আমরা কোয়ান্টিটিতে না, কোয়ালিটিতে বিশ্বাসী। যারা বিজয়ী হওয়ার মতো তাদের তালিকায় রাখা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দল মনোনীত প্রার্থীদের অধিকাংশ বিজয়ী হবেন।  

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর ও মহাসচিব মো. শাহ্জাহান স্বাক্ষরিত প্রার্থী তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে ছয়জন সাবেক সংসদ সদস্য রয়েছেন।  

তারা হলেন - ফরিদপুর–১ আসনে শাহ মোহাম্মদ আবু জাফর, বরগুনা-২ আসনে অধ্যাপক আবদুর রহমান, সাতক্ষীরা–৪ আসনে এইচ এম গোলাম রেজা, নীলফামারী–১ জাফর ইকবাল সিদ্দিকী, জামালপুর–৪ মামুনুর রশিদ এবং সুনামগঞ্জ-৪ দেওয়ান শামসুল আবেদিন।

এছাড়া দলের মহাসচিব মো. শাহ্‌জাহান চাঁদপুর–৪, সংগীতশিল্পী ডলি সায়ন্তনী পাবনা-২ ও আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া–১ আসন থেকে বিএনএমের মনোনয়ন পেয়েছেন। একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩   
এনবি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।