ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে নাশতকার মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
সিরাজগঞ্জে নাশতকার মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশতকার মামলায় ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী (২৫), বড়হর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরমান আলী (৩৮) ও বিএনপির কর্মী মোকদম আলী (৪৬)।  

এ ঘটনায় শাহ আলম নামে একজন বাদী হয়ে ২০/২৫ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সইবুর রহমান জানান, গত রোববার (৩ ডিসেম্বর) রাতে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় মামলা হলে আসামিদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।