ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোট বর্জনের আহ্বানে ফেনীতে লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ভোট বর্জনের আহ্বানে ফেনীতে লিফলেট বিতরণ

ফেনী: সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ফেনীতে লিফলেট বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীরা ফেনী শহরের ইসলামপুর রোডের কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু করে ফেনীর বড় বাজার হয়ে তাকিয়া রোডে গিয়ে শেষ হয়।

এ সময় সাধারণ মানুষের প্রতি কর, খাজনা এবং বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ রাখতে আহ্বান জানান বিএনপির নেতাকর্মী।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ভিপি বেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক আল ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রমুখ।  

এছাড়া লিফলেট বিতরণকালে দলীয় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩ 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।