ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে আ.লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
বরিশালে আ.লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বরিশাল: তুচ্ছ ঘটনা নিয়ে বরিশাল মহানগরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নগরের ধান গবেষণা রোডের দারোগা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, নগরের ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল হুদা ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান শরীফের অনুসারীদের মধ্যে ঘটনাটি ঘটেছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনুসারীদের দাবি, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়েছে। সাবেক কাউন্সিলর আনিসুর রহমান শরীফের দাবি, সভাপতি নাজমুলের অনুসারীরা পিটিয়ে ও কুপিয়ে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জনকে আহত করেছে।

আহতদের মধ্যে ইউনুস, বজলু শরীফ, রাব্বি, তীব্র ও সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি শরীফের।

তিনি জানান, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর পক্ষে বিকেলে রূপাতলী লালা দীঘির পাড়ে মহিলা আওয়ামী লীগের কর্মীসভা হয়। কর্মী সভায় দাওয়াত না দেওয়া নিয়ে নাজমুল ও আতিক প্রধান অতিথির কাছে অভিযোগ দেন। এ নিয়ে সভায় একটু ঝামেলা হয়। তারা সভা থেকে এসে এলাকায় অবস্থান নেন। তারা এলে নাজমুল ও আতিকের নেতৃত্বে হামলা চালানো হয়।  

এ ঘটনায় মামলা করা হবে বলেও জানিয়েছেন শরীফ।

অপর পক্ষের আতিকুর রহমান বলেন, ওয়ার্ডের নির্বাচনী কমিটির সমন্বয়ক নাজমুল হুদা ও সদস্য সচিব তিনি। লালা দীঘির পাড়ের কর্মীসভা শুরু হওয়ার ১০ মিনিট পূর্বে তাদের জানানো হয়। সভার প্রধান অতিথি এলে সেখানে গিয়ে বিষয়টি তাকে বলা হয়। পরে প্রধান অতিথির নির্দেশে তারা সভায় অবস্থান করেন। এ সময় আনিসুর রহমান শরীফের ছোট ভাই বজলু শরীফ এসে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করলে একটু ঝামেলা হয়। পরে সভা শেষে তারা ফিরে এসে তার (আতিক) বাসায় ভাঙচুর করেছেন।

স্থানীয়রা জানান, দুই পক্ষের মুখোমুখি অবস্থানের সময় এক পক্ষ অপর পক্ষকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এছাড়া দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরকে ধাওয়া দিয়েছে। তখন এলাকায় আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, দুই পক্ষের মধ্যে একটি ঘটনা ঘটেছে। সেটি বড় কিছু নয়। কেউ আহত হয়নি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।