ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ৩ মোটরসাইকেলে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মে ২১, ২০২৪
সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ৩ মোটরসাইকেলে আগুন

সিলেট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

অগ্নিসংযোগ করা হয়েছে তিনটি মোটরসাইকেলে।  

সোমবার (২০ মে) সন্ধ্যায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরের সুবিদবাজার এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ফুচকা টংয়ের সামনে থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে রাত ৮টার দিকে আম্বরখানা হাউজিং এস্টেটের ২ নম্বর সড়কে প্রথমে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। এরপর মহানগরের দাড়িয়াপাড়াতেও ফের সংঘর্ষ হয়। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর জেরেই সোমবার সন্ধ্যায়  উত্তেজনা দেখা দেয়।  

পরে হাউজিং এস্টেটের ২ নম্বর রোডে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের কয়েকজন কর্মী-সমর্থক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের কর্মী ইসফাক নূরের গাড়িতে হামলা চালান। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং তা জিন্দাবাজার এলাকার দাড়িয়াপাড়া পর্যন্ত যায়। সেখানে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। সংঘর্ষে দুজন আহত হন।  

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই সরিয়ে দেয়। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষ চলাকালে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। দুজন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, মে ২১, ২০২৪
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।