ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার কয়েকজনকে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার বানিয়েছে: নজরুল ইসলাম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুন ১১, ২০২৪
সরকার কয়েকজনকে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার বানিয়েছে: নজরুল ইসলাম 

ময়মনসিংহ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমান জনগণের গণতন্ত্র কায়েমের কথা বলেছেন। প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যেতে গ্রাম সরকার গঠন করেছিলেন।

আর এখনকার সরকারে যারা আছে তারা কয়েকজনকে কোটিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার বানিয়েছেন।  

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে কৃষি উন্নয়ন ও শিল্প বিকাশে জিয়াউর রহমানের অবদান শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি আলোচনা সভার আয়োজন করে।  

নজরুল ইসলাম খান বলেন, দেশির কৃষি উন্নয়ন ও শিল্পের বিকাশ ঘটেছিল জিয়াউর রহমানের হাত ধরে। তার সময়েই আমরা তৈরি পোশাক, চিনি ও চিংড়ি রপ্তানি করেছি। তার সময়ে অপরিচিত অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। ট্রেক্সটাইল, সুগার মিল ও সার কারখানা প্রতিষ্ঠা করতে তিনিই বেসরকারি বিনিয়োগ উন্মুক্ত করেছিলেন।  

এ সময় তিনি আরও বলেন, জিয়াউর রহমান কোনো দিন শেখ মুজিবুর রহমানকে হেয় করে কথা বলেননি, খালেদা জিয়াও করেননি আর তারেক রহমান তাঁর কবর জিয়ারত করেছেন। সম্মান দিলে সম্মান বাড়ে, কমে না। অথচ এক মন্ত্রী বলেন জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন। তাহলে জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার কারা বানিয়েছিল, কে বীরউত্তম পদবি দিয়েছিল? 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স,  ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ডা: সাখাওয়াৎ সায়ন্ত, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. শাহজাহান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম।

এর আগে জিয়াউর রহমানের জীবনালেখ্য নিয়ে চিত্র প্রদর্শনী ও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুন ১১, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।